ই-কমার্সের ব্যবহার বহুগুণ বাড়িয়েছে কোভিড-১৯

বর্তমান করোনা ভাইরাস সংকটকালীন মুহূর্তে মানুষের জনজীবন তথা ব্যবসা-বাণিজ্য অফিস-আদালত শিক্ষাপ্রতিষ্ঠান যোগাযোগ-ব্যবস্থা সবকিছু যেন স্থবির হয়ে পড়েছে। এই ক্লান্তিকাল মুহূর্তে মানুষ অফিস-আদালত ব্যবসা-বাণিজ্য ছেড়ে ঘরে বসে জীবন অতিবাহিত করছে। ব্যবসা-বাণিজ্যের জন্য মানুষ প্রতিনিয়ত দূর-দূরান্তে ব্যস্ত সময় পার করতো। কিন্তু দিন যতই অতিবাহিত হচ্ছে করোনার সাথে তাল মিলিয়ে মানুষের আয় উপার্জনের পথ ততই রুদ্ধ হয়ে আসছে। করোনার প্রাদুর্ভাবে মানুষ যখন আর্থিক সঙ্কটে দিশেহারা ঠিক এই সময়ে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম গুলো ব্যবসা-বাণিজ্যের জন্য নতুন এক দুয়ার খুলে দিয়েছে। মানুষ ঘরে বসেই সকল ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য-দ্রব্য ক্রয়-বিক্রয় করতে পারছে 'ই-কমার্সের' মাধ্যমে যা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে সামাজিক দূরত্ব নিশ্চিত করে। এমনকি প্রযুক্তির এই ব্যবহারে অনেকের বেকারত্বের অবসান ঘুচিয়ে কর্মসংস্থানের দ্বার খুলে দিয়েছে। বর্তমানে প্রায় ৫০ হাজার ফেসবুক পেজ আছে যেখানে শুধু চলছে ই-কমার্স ভিত্তিক ব্যবসা-বাণিজ্য। করোনার এই সময়ে আগের তুলনায় অনলাইনে অর্ডার দেওয়া-নেওয়া অনেক গুণ বেড়ে গেছে। ...