Posts

Image
জাতীয়   সারাবাংলা   বিশ্ব   বিনোদন   খেলা   জীবনযাপন   ইসলামী জীবন   ভাইরাল   প্রথম পৃষ্ঠা   শেষ পৃষ্ঠা   খবর   শুভসংঘ 'তোমার লজ্জা করে না!' সুজনকে বিসিবি সভাপতির ধমক! কালের কণ্ঠ অনলাইন ২৫ অক্টোবর, ২০১৯ ১৫:০৫ Share Share Tweet অ+ অ- বাংলাদেশের ক্রিকেটে এক বিতর্কিত নাম খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের সাবেক এই অল-রাউন্ডার বর্তমানে বিসিবিতে বহুবিধ দায়িত্বে আছেন। তাকে জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবেও মাঝেমধ্যে দেখা যায়। সুজনের ক্যাসিনোপ্রীতির কথা সবার জানা। দুইবার তো ধরাই পড়েছেন ক্যামেরায়। ঘরোয়া লিগে তিনি একাধিক দলের কোচ। যে ঘরোয়া লিগের ম্যাচ ফিক্সিং বন্ধের দাবি তুলেছিলেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির সভায় তাই ধমক খেতে হয়েছে সুজনকে। তিনদিনের ধর্মঘটে দেশের ক্রিকেটাঙ্গনে অচলাবস্থা বিরাজ করছিল। গত পরশু রাতে সবকিছু সমাধান হয়। এর আগে সুজন বলেছিলেন, রোয়া ক্রিকেটে পক্ষপাতমূলক আম্পায়ারিং আর পাতানো ম্যাচের অভিযোগও নাকি খেলোয়াড়দের...