আমেরিকায় পাড়ি জমাচ্ছেন সাকিব আল হাসান!- S p o r t s- খেলা

সিলেটভিউ ডেস্ক:: ভারতীয় জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোয় দুই বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞায় এক বছর মাঠের বাইরে থাকতে হচ্ছে সাকিবকে। নিষিদ্ধ ঘোষণার পরই গুঞ্জন উঠেছে দেশের বাইরে চলে যাচ্ছেন সাকিব।

জানা গেছে, দ্রুতই সাকিব স্ত্রী ও কন্যার জন্য যাবেন যুক্তরাষ্ট্রে। সেখানেই হয়তো সময় দেবেন পরিবারকে। একটি সূত্র এও জানাচ্ছে, আমেরিকা যাওয়ার জন্য সব প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন তিনি। নিজ স্ত্রী এবং সন্তানের সঙ্গেই নিজ ক্যারিয়ারের সবথেকে বাজে সময়টা পার করতে চাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে এ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

আইসিসির নিষেধাজ্ঞায় সাকিব কোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে থাকতে পারবেন না। তাই তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বোর্ডের সঙ্গে চুক্তিও বাতিল হচ্ছে! এরপর সাকিব মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ক্রিকেট কমিটি থেকেও পদত্যাগ করেছেন। মোদ্দাকথা ক্রিকেটীয় কোনো কার্যক্রমে সাকিব যুক্ত হতে পারবেন না।

২০২০ সালের ২৯শে অক্টোবর মাঠে ফিরতে পারবেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি দলের নেতৃত্ব হারানো সাকিব। নিষেধাজ্ঞার এই এক বছরে মোট ১৩টি গুরুত্বপূর্ণ টেস্ট মিস করবেন। যার মধ্যে ১১টি টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের। রঙিন জার্সিতে সাকিব এখন পর্যন্ত খেলেছেন ৭৬টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ। আর নিষেধাজ্ঞার এই এক বছরে বাংলাদেশ টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ২০টির মতো।


স্পোর্টস - খেলা/০১ নভেম্বর ২০১৯/ডেস্ক/ ঢাকা

Comments

Popular posts from this blog

সাকিব আল হাসান নিষিদ্ধঃ হোয়াটসঅ্যাপে জুয়াড়ির সাথে তার কী কথাবার্তা হয়েছিল s p o r t s- খেলা

টেস্ট অধিনায়ক মুমিনুল, টি-টুয়েন্টিতে মাহমুদউল্লাহ: S p o r t s-খেলা