ব্রাজিলের বিশ্ব শেরা ফুডবলার পেলের জন্মদিন আজ



 ফুটবলার নিয়ে বিতর্ক থাকলেও ব্রাজিলের সর্বকালের সেরা পেলে।
১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে সারা বিশ্বের ফুটবল প্রেমীদের নজর কারেন। পেশাদার ফুটবলে প্রথম ১০০০ গোলের মালিক, জাতীয় দলের হয়ে ৯২ম্যাচে করেন ৭৭ গোল। জয় পেয়েছেন ৫৮, ৬২, ৭০ এর বিশ্বকাপ। ১৯৬২ সালে ব্রাজিল চ্যাম্পিয়ন হলেও পেলে খেলতে পেরেছেন মাত্র ১টি ম্যাচ। ১৯৬৬ সালে পেলে ইনজুরিতে পড়েন এবং ব্রাজিলও বিশ্বকাপ থেকে বিদায় নেয়।  অবশেষে অবসর ভেঙ্গে ফিরে এসে ১৯৭০ সালে ব্রাজিলকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জেতান।
স্পর্স-খেলা এর পক্ষ থেকে  অনেক শুভকামনা সাবেক এই ব্রাজিলিয়ান ফুডবল তারকার

Comments

Popular posts from this blog

সাকিব আল হাসান নিষিদ্ধঃ হোয়াটসঅ্যাপে জুয়াড়ির সাথে তার কী কথাবার্তা হয়েছিল s p o r t s- খেলা

আমেরিকায় পাড়ি জমাচ্ছেন সাকিব আল হাসান!- S p o r t s- খেলা

টেস্ট অধিনায়ক মুমিনুল, টি-টুয়েন্টিতে মাহমুদউল্লাহ: S p o r t s-খেলা