দর্শকের কটুক্তিতে মেজাজ হারিয়ে তেড়ে গেলেন মুশফিক! -S p o r t s-খেলা
বাংলাদেশের ক্রিকেটে ঠাণ্ডা মাথার খেলোয়াড়দের মাঝে সবসময়ই শীর্ষে থাকেন মুশফিকুর রহিম। 'মি. ডিপেন্ডেবল' খ্যাত এই তারকা ক্রিকেটার আবেগী হিসেবে পরিচিত হলেও সহজে মেজাজ হারান না।
কিন্তু আজ তার ব্যক্তিক্রম হলো। ভারত সফরের প্রস্তুতি ম্যাচে আজ রবিবার এক দর্শকের কটুক্তি শুনে তিনি তেড়ে যান গ্যালারিতে। প্রচণ্ড রাগে কটুক্তিকারীর কাছে জবাব চেয়েছেন। এরপর কিছু দর্শক এবং বিসিবি কর্মকর্তাদের হস্তক্ষেপে দ্রুত নিষ্পত্তি হয় এই অপ্রীতিকর পরিস্থিতির।
আজ সন্ধ্যায় নিজেদের মধ্যে 'লাল' ও 'সবুজ' দুটি দলে ভাগ হয়ে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। রান তাড়ায় আরাফাত সানির বলে সুইচ হিট খেলতে গিয়ে আউট হয়ে যান মুশফিক। এভাবে আউট হয়ে নিজের ওপর খুব বিরক্ত ছিলেন তিনি। বারবার ব্যাটের দিকে তাকাতে তাকাতে ড্রেসিং রুমের দরজার কাছে এসে হঠাৎ রেলিং টপকে চলে যান গ্যালারিতে। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান অনেকেই।
তাৎক্ষণিক জটলা তৈরি হয়। তবে ওই দর্শককে সরিয়ে নেওয়া হয় দ্রুতই। মুশফিকও ফিরে যান ড্রেসিং রুমে।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ব্যাটের দিকে তাকাতে তাকাতে মুশফিক যখন ফিরছিলেন, তখন এক দর্শক বলে বসেন, 'ব্যাটের দিকে না তাকিয়ে আমার দিকে তাকান'। বাজেভাবে আউট হয়ে মেজাজ খিঁচড়ে থাকা মুশি তাই নিজেকে সামলাতে পারেননি। রেলিং টপকে সেই দর্শকের সামনে গিয়ে বলেন, 'এসেছি সামনে, বলেন এবার'। পরে ওই দর্শককে জিজ্ঞাসাবাদ করলে তার নাম ইমরান বলে জানায়। নিজেকে ফেইসবুকের একটি ক্রিকেট গ্রুপের সদস্য বলে দাবি করেন তিনি। অতঃপর তাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়।
রিপোর্ট :
এইচ এম মাহিন
কিন্তু আজ তার ব্যক্তিক্রম হলো। ভারত সফরের প্রস্তুতি ম্যাচে আজ রবিবার এক দর্শকের কটুক্তি শুনে তিনি তেড়ে যান গ্যালারিতে। প্রচণ্ড রাগে কটুক্তিকারীর কাছে জবাব চেয়েছেন। এরপর কিছু দর্শক এবং বিসিবি কর্মকর্তাদের হস্তক্ষেপে দ্রুত নিষ্পত্তি হয় এই অপ্রীতিকর পরিস্থিতির।
আজ সন্ধ্যায় নিজেদের মধ্যে 'লাল' ও 'সবুজ' দুটি দলে ভাগ হয়ে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। রান তাড়ায় আরাফাত সানির বলে সুইচ হিট খেলতে গিয়ে আউট হয়ে যান মুশফিক। এভাবে আউট হয়ে নিজের ওপর খুব বিরক্ত ছিলেন তিনি। বারবার ব্যাটের দিকে তাকাতে তাকাতে ড্রেসিং রুমের দরজার কাছে এসে হঠাৎ রেলিং টপকে চলে যান গ্যালারিতে। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান অনেকেই।
তাৎক্ষণিক জটলা তৈরি হয়। তবে ওই দর্শককে সরিয়ে নেওয়া হয় দ্রুতই। মুশফিকও ফিরে যান ড্রেসিং রুমে।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ব্যাটের দিকে তাকাতে তাকাতে মুশফিক যখন ফিরছিলেন, তখন এক দর্শক বলে বসেন, 'ব্যাটের দিকে না তাকিয়ে আমার দিকে তাকান'। বাজেভাবে আউট হয়ে মেজাজ খিঁচড়ে থাকা মুশি তাই নিজেকে সামলাতে পারেননি। রেলিং টপকে সেই দর্শকের সামনে গিয়ে বলেন, 'এসেছি সামনে, বলেন এবার'। পরে ওই দর্শককে জিজ্ঞাসাবাদ করলে তার নাম ইমরান বলে জানায়। নিজেকে ফেইসবুকের একটি ক্রিকেট গ্রুপের সদস্য বলে দাবি করেন তিনি। অতঃপর তাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়।
রিপোর্ট :
এইচ এম মাহিন
Comments
Post a Comment