পোড়া বস্তিতে আগুনে পোড়ানো মহানুভবতা


এইচ এম মাহিন: লোহার কাঠামোর নিচে লাল আগুনের শিখা। পাতিলে চড়ানো চাল ডাল। লাকড়িতেই জ¦লছে। চারদিকে মানুষের আসা যাওয়া। কিছু মানুষের ব্যাস্ততা রান্নার কাজে।  দেখে মনে হবে কোন বনভোজন।
কিন্তু বাস্তবে ভিন্ন। আজ সকাল নয়টায় রাজধানি ঢাকার মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুনে সব হারানো মুনষের জন্য কিছু হৃদয়বান মানুষে উদ্দোগ। যারা নিজের ঘরের সবকিছু হারিয়েছে তাদের জন্য খাবারের আয়োজন।

বস্তিতে বসবাসকারি মানুষে অধিকাংশ গার্মেন্ট শ্রমিক। সকাল আটটার আগেই অফিসে যেতে হয়। যারা সন্ধায় বাসায় এসে ছাই ছাড়া আর কিছুই দেখতে পাবেনা তাদের জন্য এই আয়েজন। সকাল থেকেই ঝিলপাড়া বস্তির আশেপাশে উৎসুক মানুষে ভিড়। যেসব মানুষ কোনভাবে নিজেদের শেষ সম্বলটুক রক্ষা করতে পেরেছে, তারা অসহায় হয়ে রাস্তার পাশে বসে আছে। আর যারা কাজের জন্য বের হয়ে গিয়েছিলো তারা কিছুই রক্ষা করতে পারেন না। স্থানিয় কিছু মানুষ নিজস্ব উদ্দোগে এই আয়োজন করেছে।

Comments

Popular posts from this blog

সাকিব আল হাসান নিষিদ্ধঃ হোয়াটসঅ্যাপে জুয়াড়ির সাথে তার কী কথাবার্তা হয়েছিল s p o r t s- খেলা

আমেরিকায় পাড়ি জমাচ্ছেন সাকিব আল হাসান!- S p o r t s- খেলা

টেস্ট অধিনায়ক মুমিনুল, টি-টুয়েন্টিতে মাহমুদউল্লাহ: S p o r t s-খেলা