Posts

ই-কমার্সের ব্যবহার বহুগুণ বাড়িয়েছে কোভিড-১৯

Image
বর্তমান করোনা ভাইরাস সংকটকালীন মুহূর্তে মানুষের জনজীবন তথা ব্যবসা-বাণিজ্য অফিস-আদালত শিক্ষাপ্রতিষ্ঠান যোগাযোগ-ব্যবস্থা সবকিছু যেন স্থবির হয়ে পড়েছে। এই ক্লান্তিকাল মুহূর্তে মানুষ অফিস-আদালত ব্যবসা-বাণিজ্য ছেড়ে ঘরে বসে জীবন অতিবাহিত করছে। ব্যবসা-বাণিজ্যের জন্য মানুষ প্রতিনিয়ত দূর-দূরান্তে ব্যস্ত সময় পার করতো। কিন্তু দিন যতই অতিবাহিত হচ্ছে করোনার সাথে তাল মিলিয়ে মানুষের আয় উপার্জনের পথ ততই রুদ্ধ হয়ে আসছে। করোনার প্রাদুর্ভাবে মানুষ যখন আর্থিক সঙ্কটে দিশেহারা ঠিক এই সময়ে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম গুলো ব্যবসা-বাণিজ্যের জন্য নতুন এক দুয়ার খুলে দিয়েছে। মানুষ ঘরে বসেই সকল ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য-দ্রব্য ক্রয়-বিক্রয় করতে পারছে 'ই-কমার্সের' মাধ্যমে যা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে সামাজিক দূরত্ব নিশ্চিত করে। এমনকি প্রযুক্তির এই ব্যবহারে অনেকের বেকারত্বের অবসান ঘুচিয়ে কর্মসংস্থানের দ্বার খুলে দিয়েছে। বর্তমানে প্রায় ৫০ হাজার ফেসবুক পেজ আছে যেখানে শুধু চলছে ই-কমার্স ভিত্তিক ব্যবসা-বাণিজ্য। করোনার এই সময়ে আগের তুলনায় অনলাইনে অর্ডার দেওয়া-নেওয়া অনেক গুণ বেড়ে গেছে। ...

অসামঞ্জস্য বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রহকরা

Image
এইচ এম মাহিন: করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকের মধ্যে কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে। গ্রাহকরা তাদের অসামঞ্জস্য বিদ্যুৎ বিলদেখে দিশেহারা হয়ে পড়ছেন, নিয়মিত বিদুৎ বিলের চেয়ে দিগুণ বিল বেড়েযাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে। নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে বর্তমানে সরেজমিন মিটার রিডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল প্রস্তুত করা হচ্ছে না। এক্ষেত্রে গ্রাহকের আগের মাসের অথবা আগের বছরের একই সময়ের বিলের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাক্কলিত বিল প্রদান করা হচ্ছে। প্রাক্কলিত বিলের সঙ্গে প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কম বা বেশি অথবা কোনো অসামঞ্জস্য পরিলক্ষিত হলে পরবর্তী মাসের বিলের সঙ্গে তা সমন্বয় করা হবে। কোন অবস্থাতেই ব্যবহৃত বিদ্যুতের বেশি বিল গ্রাহককে পরিশোধ করতে হবে না।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিল নিয়ে কোনো কোনো গ্রাহক বিভ্রান্তিতে পড়েছেন। এ অবস্থায় বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো...

পোড়া বস্তিতে আগুনে পোড়ানো মহানুভবতা

Image
এইচ এম মাহিন: লোহার কাঠামোর নিচে লাল আগুনের শিখা। পাতিলে চড়ানো চাল ডাল। লাকড়িতেই জ¦লছে। চারদিকে মানুষের আসা যাওয়া। কিছু মানুষের ব্যাস্ততা রান্নার কাজে।  দেখে মনে হবে কোন বনভোজন। কিন্তু বাস্তবে ভিন্ন। আজ সকাল নয়টায় রাজধানি ঢাকার মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুনে সব হারানো মুনষের জন্য কিছু হৃদয়বান মানুষে উদ্দোগ। যারা নিজের ঘরের সবকিছু হারিয়েছে তাদের জন্য খাবারের আয়োজন। বস্তিতে বসবাসকারি মানুষে অধিকাংশ গার্মেন্ট শ্রমিক। সকাল আটটার আগেই অফিসে যেতে হয়। যারা সন্ধায় বাসায় এসে ছাই ছাড়া আর কিছুই দেখতে পাবেনা তাদের জন্য এই আয়েজন। সকাল থেকেই ঝিলপাড়া বস্তির আশেপাশে উৎসুক মানুষে ভিড়। যেসব মানুষ কোনভাবে নিজেদের শেষ সম্বলটুক রক্ষা করতে পেরেছে, তারা অসহায় হয়ে রাস্তার পাশে বসে আছে। আর যারা কাজের জন্য বের হয়ে গিয়েছিলো তারা কিছুই রক্ষা করতে পারেন না। স্থানিয় কিছু মানুষ নিজস্ব উদ্দোগে এই আয়োজন করেছে।

আমেরিকায় পাড়ি জমাচ্ছেন সাকিব আল হাসান!- S p o r t s- খেলা

Image
সিলেটভিউ ডেস্ক:: ভারতীয় জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোয় দুই বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞায় এক বছর মাঠের বাইরে থাকতে হচ্ছে সাকিবকে। নিষিদ্ধ ঘোষণার পরই গুঞ্জন উঠেছে দেশের বাইরে চলে যাচ্ছেন সাকিব। জানা গেছে, দ্রুতই সাকিব স্ত্রী ও কন্যার জন্য যাবেন যুক্তরাষ্ট্রে। সেখানেই হয়তো সময় দেবেন পরিবারকে। একটি সূত্র এও জানাচ্ছে, আমেরিকা যাওয়ার জন্য সব প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন তিনি। নিজ স্ত্রী এবং সন্তানের সঙ্গেই নিজ ক্যারিয়ারের সবথেকে বাজে সময়টা পার করতে চাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে এ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। আইসিসির নিষেধাজ্ঞায় সাকিব কোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে থাকতে পারবেন না। তাই তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বোর্ডের সঙ্গে চুক্তিও বাতিল হচ্ছে! এরপর সাকিব মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ক্রিকেট কমিটি থেকেও পদত্যাগ করেছেন। মোদ্দাকথা ক্রিকেটীয় কোনো কার্যক্রমে সাকিব যুক্ত হতে পারবেন না। ২০২০ সালের ২৯শে অক্টোবর মাঠে ফিরতে পারবেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়...

বিসিবির সঙ্গে সাকিবের চুক্তি বাতিল!- S p o r t s-খেলা

Image
এক ভুলে অনেক কিছু হারাচ্ছেন সাকিব আল হাসান। জুয়াড়ির প্রস্তাব গোপন রাখায় সব ধরনের ক্রিকেটে এক বছর নিষিদ্ধ হয়েছেন তিনি। যদিও প্রথমে নিষেধাজ্ঞাটা দুই বছর ছিল। এ সময়ে ক্রিকেট থেকে কোনো উপার্জন হবে না তার। মানসম্মানও খুইয়েছেন সাকিব। নিষেধাজ্ঞার পর পরই মর্যাদাপূর্ণ মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) কমিটি থেকে পদত্যাগ করেছেন তিনি। এ রকম আরও অনেক ক্রিকেটীয় অবস্থান থেকে সরে দাঁড়াতে হবে তাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ গ্রেডের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের একজন সাকিব। 'এ' প্লাস ক্যাটাগরিতে বোর্ড থেকে মাসে চার লাখ টাকা বেতন পেতেন তিনি। সেই চুক্তিও বাতিল হচ্ছে। সাকিব এক বছর কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না। এমনকি কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। ফলে অটোমেটিক বিসিবির সঙ্গে তার পূর্ব চুক্তি বাতিল হয়ে যাচ্ছে। বোর্ড সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ২০১৯ সালের ২৯ অক্টোবর নিষিদ্ধ হয়েছেন সাকিব। এদিন থেকেই বিসিবির সঙ্গে তার  চুক্তি বাতিল হয়ে যায়। ২০২০ সালের ২৯ অক্টোবর পর্যন্ত তা কার্যকর থাকার কথা। তবে এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সাকিবের সঙ...

সাকিব আল হাসান নিষিদ্ধঃ হোয়াটসঅ্যাপে জুয়াড়ির সাথে তার কী কথাবার্তা হয়েছিল s p o r t s- খেলা

Image
সাকসাকিব আল হাসানের সাথে ২০১৭ সালে প্রথমবারের মতো যোগাযোগ করেন দিপাক আগারওয়াল নামের একজন বুকি। মূলত তার সাথে হওয়া সকল যোগাযোগ আইসিসির কাছে দাখিল না করার দায়েই বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাকিব আল-হাসানের শাস্তি সংক্রান্ত বিবৃতিতে বাংলাদেশী অল-রাউন্ডারের অপরাধের ধরণ এবং ঘটনাপ্রবাহ ব্যাখ্যা করে। বিবৃতিতে আইসিসি বলছে, ২০১৭ সালে সাকিব আল হাসানের সাথে জুয়াড়ি মি. আগারওয়াল যখন যোগাযোগ করেন তার আগেই সাকিব জানতেন যে আগারওয়ালের কাছে তার ফোন নম্বর দেয়া হয়েছে। সেবার সাকিব আল হাসানের সাথে দেখা করার অনুরোধও করেন মি. আগারওয়াল। এছাড়াও তিনি সাকিব আল হাসানের কাছে আরো কিছু ক্রিকেটারের ফোন নম্বর জানতে চান। এরপর ২০১৮ সালে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যে ত্রিদেশীয় সিরিজের বিষয়েও দিপাক আগারওয়াল ও সাকিবের মধ্যে আবারও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ শুরু হয়। ২০১৮ সালের ১৯শে জানুয়ারি একটি ম্যাচে সেরা খেলোয়াড় হওয়ার জন্য মি. আগারওয়াল সাকিব আল হাসানকে অভিনন্দন জানান। এরপর আরেকটি হোয়াটসঅ...

টেস্ট অধিনায়ক মুমিনুল, টি-টুয়েন্টিতে মাহমুদউল্লাহ: S p o r t s-খেলা

Image
টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের সবধরনের ক্রিকেট থেকে দুই বছরের নিষেধাজ্ঞায় ওলট-পালট স্বাভাবিকই ছিল বাংলাদেশ দলে। ভারত সফরের জন্য টেস্টে অধিনায়ক করা হয়েছে মুমিনুল হককে, আর টি-টুয়েন্টিতে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। আগে ঘোষিত টি-টুয়েন্টি স্কোয়াডেও এসেছে বেশকিছু পরিবর্তন। সাকিবের জায়গায় তাইজু্ল ইসলাম, তামিম ইকবালের বদলি মোহাম্মদ মিঠুন, আর মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় ডাকা হয়েছে আবু হায়দার রনিকে। সেখানে টেস্ট দলে নতুন মুখ ২০ বছর বয়সী ডানহাতি টপঅর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সাথে আছেন আল আমিন-হোসেন, আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন। আইসিসির দুর্নীতিবিরোধী নিয়ম বা অ্যান্টি করাপশন কোড লঙ্ঘনের অভিযোগে দুই বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব। আইসিসির দেয়া তার নিষেধাজ্ঞার মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। আইসিসি বলছে, আগামী এক বছর তিনি খেলতে পারবেন না, কিন্তু তিনি যদি সাজার সব শর্ত মেনে চলেন তাহলে তিনি ২০২০ সালের ২৯শে অক্টোবর থেকে মাঠে ফিরে আসতে পারবেন। ৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারতের টি-...